ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রবি-এসবি ল্যাবরেটরিজের মধ্যে চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
রবি-এসবি ল্যাবরেটরিজের মধ্যে চুক্তি রাজশাহীতে রবি ও এসবি ল্যাবরেটরিজের মধ্যে করপোরেট চুক্তি অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: মোবাইল ফোন অপারেটর রবি ও এস বি ল্যাবরেটরিজ লিমিটেডের মধ্যে একটি করপোরেট চুক্তি সই হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে 

চুক্তি অনুযায়ী, এস বি ল্যাবরেটরিজ রবির সেলস ফোর্স অটোমেশন (এসএফএ) সল্যুশন, বিশেষ কল রেট, বিশেষ ডেটা বান্ডেল প্যাক ও ভয়েস সংযোগ, ক্লোজ ইউজার গ্রুপ সুবিধাসহ আরও বেশ কয়েকটি ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগ করতে পারবেন।

চুক্তিতে এস বি ল্যাবরেটরিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৌরভ রায় এবং রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

সম্প্রতি রাজশাহীতে হওয়া এ চুক্তি সই অনুষ্ঠানে এস বি ল্যাবরেটরিরজের চিফ ট্রেইনার মো. হাবিবুল ইসলাম ও চিফ অ্যাকাউন্টস আবু মাসুদ তারেক, রবির হেড অব এন্টারপ্রাইজ বিজনেস মো. আদিল হোসেন, ক্লাস্টার মার্কেট ডিরেক্টর এ এইচ এম এনায়েতুর রহিম এবং এন্টারপ্রাইজ বিজনেস ম্যানেজার মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।