ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩ লাখ মে. টন আমন চাল কিনবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
৩ লাখ মে. টন আমন চাল কিনবে সরকার

ঢাকা: চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ৩ লাখ মেট্রিক টন আমন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৩৯ টাকা দরে এ চাল সংগ্রহ করা হবে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।  

সভা শেষে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

তিনি বলেন, আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে সংগ্রহ আভিযান চলবে ২৮ ফেব্রুয়ারি-২০১৮ পর্যন্ত। ৩ লাখ মেট্রিক টন আমন চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি কেজি আমন চাল ৩৯ টাকা দরে সংগ্রহ করা হবে। এবার প্রতি কেজি আমন চাল উৎপাদনে খরচ হয়েছে ৩৭ টাকা।
 
গত বছর ৩৩ টাকা দরে ৩ লাখ মে. টন চাল সংগ্রহ করে সরকার। ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে সংগ্রহ আভিযান ১৫ মার্চ ২০১৭ পর্যন্ত চলে। সেবছর প্রতি কেজি চাল উৎপাদনে খরচ হয়েছিল ২৯ টাকা।   
 
খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থতি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ কমটিরি সদস্যরা, খাদ্য মন্ত্রণালয়, খাদ্য আধিদফতর এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের  ঊর্ধ্বতন র্কমর্কতারা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।