ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

একের পর এক ব্যাংক মালিক হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
একের পর এক ব্যাংক মালিক হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী

ঢাকা: একটি বিশেষ কোম্পানির একের পর এক ব্যাংকের মালিক বনে যাওয়ার বিষয়টি সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিষয়টি উদ্বেগের, ‘উই আর লুকিং ডু ইট’।



নতুন করে তিনটি ব্যাংকের লাইসেন্স দেওয়া বিষয়ক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের বেশির ভাগ মানুষ এখনো ব্যাংকিং সেবার বাইরে রয়েছে। তাই আমার কাছে লাইসেন্স চাইতে এলে আমি দেব।

ব্যাংকিং আইনে দুর্বল ব্যাংকগুলোর একীভূত হওয়ার সুযোগ রয়েছে। তাই যারা ব্যবসায় টিকতে পারবে না তারা একীভূত হয়ে যাবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।  

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির মধ্যে প্রফেশনাল তৈরির বিষয়ে চুক্তি হয়।  

এসময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
আরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।