ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জয়পুরহাটে বসুন্ধরা গ্যাসের নিরাপদ নিবাস ক্যাম্পেইন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
জয়পুরহাটে বসুন্ধরা গ্যাসের নিরাপদ নিবাস ক্যাম্পেইন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: ‘এলপি গ্যাস ব্যবহারের প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন’ -এই স্লোগান নিয়ে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাস জেলা ও উপজেলা পর্যায়ে নিরাপদ নিবাস নামে সচেতনামূলক ক্যাম্পেইন।

শহরের ক্যাফে অরেঞ্জ চাইনিজ রেস্টুরেন্টে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী এই ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুন্ধরা এলপিজি’র হেড অব ডিভিশন (সেলস) মীর টিআই ফারুক রিজভী।

এ সময় তিনি গৃহিনীদের উদ্দেশে বলেন-বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডার ল্যাবরেটরিতে পরীক্ষার পর বাজারজাত করা হয়।

ফলে এটি নিরাপদ এবং গুণগত মান সম্পন্ন।

কর্মশালায় র‌্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চিত্রনায়িকা পপি। এসময় বসুন্ধরা এলপি গ্যাসের সেলস অ্যান্ড অ্যাক্টিভেশন টিম এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় পরিবেশকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সচেতনতামূলক এই ক্যাম্পেইনে ১৫০ জন গৃহিনী অংশ নেন। এর আগে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে একই ধরনের কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।