মোট ঋণের মধ্যে সায়েদাবাদ পানি শোধনাগারে ৯০ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে।
রোববার (১৪ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ সরকার ও জার্মানির মধ্যে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।
বিদ্যুৎখাত, নবায়নযোগ্য জ্বালানি, ক্লাইমেট চেঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে এ ঋণ ব্যবহার করা হবে। জাতীয় পরিকল্পনা, শিক্ষা, মানবাধিকার, পরিবেশবান্ধব শিল্প খাতেও এ ঋণ ব্যবহার করা হবে। এসব খাতকে গুরুত্ব দিয়ে আটটি প্রকল্পের আওতায় ঋণ ব্যবহার করা হবে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এমআইএস/জেডএস