ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী আফগানিস্তান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী আফগানিস্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত আবদুল কাইয়ুম মালিকজাদের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান। বিশেষ করে বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় দেশটি। 

বুধবার (২৩ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশে নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত আবদুল কাইয়ুম মালিকজাদ এ আগ্রহের কথা জানান।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।


 
নতুন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ওষুধের মান ভালো। আমরা বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চাই।  

রফতানিতে উদীয়মান খাত ওষুধ শিল্প, দেশের চাহিদা মিটিয়েও বিশ্বের প্রায় ১৬০টি দেশে ওষুধ রফতানি করছে বাংলাদেশ।  

দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে আবদুল কাইয়ুম মালিকজাদ বলেন, আফগানিস্তান দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ করতে চায়।  

দুই দেশে চেম্বার অব কমার্সের মধ্যে সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

একইসঙ্গে কাবুলে বাংলাদেশের দূতাবাস পুরনায় চালু করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তিনি।
 
বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের ঐতিহাসিক সম্পর্ক এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথমদিকের দেশগুলোর মধ্যে ছিল আফগানিস্তান উল্লেখ করেন রাষ্ট্রদূত।

স্বল্পন্নোত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ায় অভিনন্দন জানান নতুন রাষ্ট্রদূত।
 
নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ-আফগানিস্তানের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচনকে অংশগ্রহণমূলক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের জীবনমানের উন্নয়ন করে যাচ্ছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করছে।

সৌজন্য সাক্ষাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব নজিবুর রহমান ও কার্যালয় সচিব সাজ্জাদুল হাসান।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।