ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পাঠাও-আর্টিসানের চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
পাঠাও-আর্টিসানের চুক্তি

ঢাকা: দেশের অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে অন্যতম সেরা পোশাক ব্র্যান্ড আর্টিসান আউটফিটারস লিমিটেড।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) পাঠাওয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চুক্তি অনুসারে পাঠাওয়ের ‘সিলভার’, ‘গোল্ড’ এবং ‘প্ল্যাটিনাম’ সদস্যরা আর্টিসানের সমস্ত শাখা থেকে যথাক্রমে ১০ শতাংশ, ১৫ শতাংশ এবং ২০ শতাংশ ছাড় পাবেন। পাঠাও তার ব্যবহারকারীদের সর্বোচ্চ সুবিধা দিয়ে থাকে।

পাঠাও তার ব্যবহারকারীদের নিরাপদ ও সাশ্রয়ী মূল্যের পরিবহন এবং দ্রুত ও সুস্বাদু খাবার সরবরাহ ছাড়া আরও সুবিধা দেওয়ার জন্য চালু করেছে ‘পাঠাও পয়েন্টস’। পাঠাও সেবা ব্যবহার করে পয়েন্ট অর্জন করেন এবং তার মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় এবং ছাড়ের সুবিধা উপভোগ করেন ব্যবহারকারীরা।

আর্টিসানের কার্যালয়ে এ চুক্তি সই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। চুক্তি সই অনুষ্ঠানে আর্টিসানের পক্ষ থেকে চেয়ারম্যান অনিতা গোমেস, ব্যবস্থাপনা পরিচালক আলী আহমেদ রাসেল, সি ও ও মো. শামীম আলম, অপারেশন ম্যানেজার অপু হাসান এবং পাঠাওয়ের পক্ষে লিড মার্কেটিং ম্যানেজার সায়েদা নাবিলা মাহাবুব ও মার্কেটিং নির্বাহী কর্মকর্তা ওসমান সালেহ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।