ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থমন্ত্রীকে বিএবির সংবর্ধনা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
অর্থমন্ত্রীকে বিএবির সংবর্ধনা

ঢাকা: ২০২০ সালের জন্য বিশ্বের সেরা অর্থমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে স্বীকৃতি দেওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। 

এ উপলক্ষে সোমবার (১৩ জানুয়ারি) বিএবি কার্যালয়ে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে বিএবি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, ইআরডির সচিব মনোয়ার আহমেদসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্যভিত্তিক ফিন্যানশিয়াল টাইমসের মাসিক সাময়িকী ‘দ্য ব্যাংকার’ বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সম্প্রতি ‘ফিন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার ফর এশিয়া-প্যাসিফিক অ্যান্ড গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২০’ হিসেবে স্বীকৃতি দেয়। তিনিই বাংলাদেশ থেকে প্রথম এ সম্মান লাভ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ, ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রউফ চৌধুরী, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ড. এইচ বি এম ইকবাল, জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. জামালউদ্দিন আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।