ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোটের কারণে বাণিজ্যমেলা বন্ধ দু’দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
ভোটের কারণে বাণিজ্যমেলা বন্ধ দু’দিন

ঢাকা: ঢাকা সিটি নির্বাচনের কারণে আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) ও শনিবার (১ ফেব্রুয়ারি) দুইদিন বাণিজ্যমেলা বন্ধ রাখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে নির্দেশনাটি মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে- ‘ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ ও রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো পত্রের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন উপলক্ষে ভোটগ্রহণের পূর্ববর্তী দিন ও ভোটগ্রহণের দিন অর্থাৎ ৩১ জানুয়ারি ২০২০ ও ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

সিদ্ধান্তটির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন নির্দেশ দিয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠির অনুলিপি ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।

গত ১৬ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও ১৪ জানুয়ারি ডিএমপি থেকে মেলা দু’দিন বন্ধ রাখার সিদ্ধান্ত দিতে ইসিকে সুপারিশ করা হয়।

২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।