ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংকের নতুন ডিএমডি নূরুল্লাহ চৌধুরী

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
সিটি ব্যাংকের নতুন ডিএমডি নূরুল্লাহ চৌধুরী

ঢাকা: সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন নূরুল্লাহ চৌধুরী। সম্প্রতি তাকে এ পদোন্নতি দেওয়া হয়।

এর আগে নূরুল্লাহ চৌধুরী একই ব্যাংকের সিনিয়র এক্সিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ক্লাস্টার হেড (আরএমজি ও টেক্সটাইল) হিসেবে কর্মরত ছিলেন।

নূরুল্লাহ চৌধুরী ২০০৮ সালে করপোরেট ব্যাংকিংয়ের ইউনিট হেড হিসেবে সিটি ব্যাংকে যোগদান করেন।

ব্যাংকিং সেক্টরে প্রায় দুই যুগের অভিজ্ঞতাসম্পন্ন এ ব্যাংকার এর আগে শামিল ব্যাংক অব বাহরাইন এবং ব্যাংক অব আল ফালাহয়ের করপোরেট ব্যাংকিংসহ বিভিন্ন বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি সিটি ব্যাংকের পোশাক শিল্পখাতে ঋণ প্রবাহে উল্লেখযোগ্য অবদান রাখেন। নূরুল্লাহ চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে ফিন্যান্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।