ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাঠাওয়ের অগ্রযাত্রার অগ্রদূত সিরিজের ৩য় বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
পাঠাওয়ের অগ্রযাত্রার অগ্রদূত সিরিজের ৩য় বইয়ের মোড়ক উন্মোচন পাঠাওয়ের অগ্রযাত্রার অগ্রদূত সিরিজের ৩য় বইয়ের মোড়ক উন্মোচন

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় উন্মোচন করা হয়েছে পরিবহন নেটওয়ার্ক ‘পাঠাও’য়ের অগ্রযাত্রার অগ্রদূত সিরিজের ৩য় বইয়ের মোড়ক।

রোববার (১৬ ফেব্রুয়ারি) পরিবহন নেটওয়ার্কটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বইমেলার মোড়ক উন্মোচনী মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাহিত্যিক ইমদাদুল হক মিলন, পাঠাও’য়ের সিইও হুসেইন মো. ইলিয়াস, সিএফও ফাহিম আহমেদ, মার্কেটিং লিড সৈয়দা নাবিলা মাহবুব। এছাড়া পাঠাও’য়ের রাইডাররাসহ সাংবাদিক ও অন্য দর্শকরা।

পাঠাও’য়ের রাইডার, ক্যাপ্টেন, ফুডম্যান এবং ডেলিভারি এজেন্টদের নিজেকে এবং দেশকে এগিয়ে নেয়ার কিছু গল্প নিয়ে এ বইটি সাজানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।