ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিবিএল সিরামিকসের ৩য় প্রোডাকশন লাইন উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
ডিবিএল সিরামিকসের ৩য় প্রোডাকশন লাইন উদ্বোধন ডিবিএল সিরামিকসের প্রোডাকশন লাইন উদ্বোধন

ঢাকা : গ্রাহকদের নিত্য নতুন ও আধুনিক পণ্য ব্যবহারের অভিজ্ঞতা দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডিবিএল সিরামিকসের ৩য় প্রোডাকশন লাইন। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি তারকা হোটেলে নতুন এই প্রোডাকশন লাইনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিএমইএ’র প্রেসিডেন্ট ড. রুবানা হক।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এমএ রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমএ কাদের, গণপূর্ত অধিদপ্তরের প্রধান স্থপতি এ এস এম আমিনুর রহমান, ডিবিএল সিরামিকস লিমিটেডের ডিজএম (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাম্মদ বায়েজিদ বাশার ও হেড অব সেলস এম আবু হাসিব রন।

 

অনুষ্ঠানে বক্তারা ক্রেতার চাহিদামতো মানসম্মত পণ্য উৎপাদনের মাধ্যমে বিদেশি সিরামিক পণ্যের আমদানী নিরুৎসাহিত করে দেশের সিরামিক শিল্পের উন্নয়নের প্রশংসা করেন।

উল্লেখ্য, বিভিন্ন বিল্ডিং ও আর্কিটেকচারাল চাহিদা মেটাতে ২০১৭ সাল থেকে টাইলস উৎপাদন ও বাজারজাত করছে ডিবিএল সিরামিকস।

বাংলাদেশ সময় : ০২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
ইইউডি/টিএম/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।