ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিলি স্থলবন্দরে ভারতীয় আদার আমদানি বেড়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মার্চ ১, ২০২০
হিলি স্থলবন্দরে ভারতীয় আদার আমদানি বেড়েছে

দিনাজপুর: দেশের অন্যতম স্থলবন্দর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় আদার আমদানি বেড়েছে। সেই সঙ্গে হিলির খুচরা বাজারে কমতে শুরু করেছে দাম।

এক সপ্তাহ আগে যে আদা খুচরা বাজারে বিক্রি হয়েছে ১১৫ থেকে ১২০ টাকা কেজিতে, সেই আদা রোববার (১ মার্চ) কেজিতে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে।

দাম কমার কারণ হিসেবে হিলি বাজারের আড়ৎদাড়রা বলছেন, পবিত্র রমজানকে কেন্দ্র করে আমদানিকারকরা বেশি পরিমাণে আদা আমদানি করছে।

এতে করে আদার সরবরাহ বেড়েছে স্থানীয় পাইকারি ও খুচরা বাজারে। সরবরাহ বাড়ায় বাজারে আদার দাম কমতে শুরু করেছে।

হিলি খুচরা বাজারে আদা কিনতে আসা মতিউর রহমান বাংলানিউজকে জানান, কিছু দিন আগে আদার দাম ১২০ টাকা ছিল। আজ কিছুটা দাম কমেছে, এ জন্য ৫ কেজি কিনলাম। এভাবে অন্যান্য পণ্যের দাম কমলে আমরা শান্তিতে বাজার করতে পারি।

হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, ৩ মাসে এ বন্দর দিয়ে ভারত থেকে ৩ হাজার ৩১৯ মেট্রিক টন আদা আমদানি হয়েছে। যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ২ কোটি ৬৮ লাখ টাকা। পবিত্র রমজান মাস উপলক্ষে ভারতীয় আদার আমদানি আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।