ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিএসডিতে চালু হলো স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্টোর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
সিএসডিতে চালু হলো স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্টোর সিএসডিতে চালু হলো স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্টোর।

ঢাকা: ঢাকা সেনানিবাসের সিএসডিতে অত্যাধুনিক স্টোর চালু করেছে দক্ষিণ কোরীয়ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ও এর অংশীদার ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল স্যামসাং।

বুধবার (৪ মার্চ) স্যামসাং থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিএসডির নতুন এ ফ্ল্যাগশিপ স্টোরে স্যামসাংয়ের সর্বাধুনিক প্রযুক্তির উদ্ভাবনী সব পণ্য পাওয়া যাবে।

এর মধ্যে রয়েছে টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার (এসি), ওয়াশিং মেশিন, ড্রায়ার, এয়ার পিউরিফায়ারসহ আরও অনেক পণ্য।

ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. শামসুল হক, স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন, স্যামসাং কনজ্যুমার ইলেক্ট্রনিক্সের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর, স্যামসাং কনজ্যুমার ইলেক্ট্রনিক্সের হেড অব সেলস অ্যান্ড পার্টনার ম্যানেজমেন্ট সাদ বিন হাসান ও স্যামসাং কনজ্যুমার ইলেক্ট্রনিক্সের রিটেইল চ্যানেল ম্যানেজার বদরুল আলম।

অনুষ্ঠানে ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শহীদুল্লাহ, বর্তমান চেয়ারম্যান মো. সানাউল্লাহ শহীদ, ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর মো. জাকিউল্লাহ শহীদ ও প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোজাম্মেল হোসাইন।  

সিএসডিতে চালু হওয়া নতুন এ ফ্ল্যাগশিপ স্টোর থেকে স্যামসাংয়ের পণ্য ক্রয়ে ক্রেতারা অফিসিয়াল ওয়্যারেন্টি পাবেন। এছাড়া ক্রেতারা এ স্টোর থেকে স্যামসাংয়ের সব প্রমোশনাল ক্যাম্পেইনের অফারগুলোও উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।