ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

ঢাকা: রূপালী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের শাখাসমূহের ব্যবস্থাপকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।  

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমডি খন্দকার আতাউর রহমান ও জি এম গোলাম মরতুজা।

বিভাগীয় কার্যালয়ের জি এম কাজী মো. ওয়াহীদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে চট্টগ্রাম বিভাগের ৫৭টি শাখার শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।  

সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক জানান, মুজিববর্ষে রূপালী ব্যাংক একশত শাখা, একশত উপ-শাখা ও একশত এটিএম বুথ খুলবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।