ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসবিএসি ব্যাংকের বিশ্ব নারী দিবস পালন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
এসবিএসি ব্যাংকের বিশ্ব নারী দিবস পালন এসবিএসি ব্যাংকের বিশ্ব নারী দিবস পালন

ঢাকা: কেক কেটে বিশ্ব নারী দিবস পালন করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক।

রোববার (০৮ মার্চ) ব্যাংকটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দিবসটি উপলক্ষে ব্যাংকের পান্থপথ শাখায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, মো. কামাল উদ্দিন ও মো. আলতাফ হোসেন ভুঁইয়া, মানবসম্পদ বিভাগের প্রধান ও ইভিপি মো. মিজানুর রহমান, পান্থপথ শাখা ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মান্নান ব্যাপারীসহ ব্যাংকের বিভাগীয় প্রধান ও নারী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।