ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনায় প্রতিষেধক তৈরির গবেষণায় যুক্ত হলো মাস্টারকার্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
করোনায় প্রতিষেধক তৈরির গবেষণায় যুক্ত হলো মাস্টারকার্ড লোগো

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) চিহ্নিত করা এবং এর চিকিৎসায় ১২৫ মিলিয়ন ডলার তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ওয়েলকাম ট্রাস্ট এবং মাস্টারকার্ড। সহজে ও সুলভমূল্যে করোনা ভাইরাসের প্রতিষেধক পেতে গবেষণার জন্য এ অর্থ খরচ করা হবে।

মঙ্গলবার (১০ মার্চ) মাস্টারকার্ডের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাস মোকাবেলায় গেটস ফাউন্ডেশন ও ওয়েলকাম দু’টি প্রতিষ্ঠানই ৫০ মিলিয়ন করে অর্থ দিয়েছে।

এ ছাড়া মাস্টারকার্ড এতে ২৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ভাইরাস সংক্রমিতদের স্বল্পমূল্যে প্রতিষেধক দিতে ও দীর্ঘমেয়াদে রোগীদের চিকিৎসায় ওষুধ তৈরিতে এ অর্থ খরচ করা হবে।

বিজ্ঞপ্তিতে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কমকর্তা মার্ক সুজম্যান জানান, বিশ্বকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে নিরাপদ করতে উপায় খুঁজতে হবে। এ লক্ষে তিনটি প্রতিষ্ঠান একত্রে তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে।

করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এসই/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।