ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেশি দামে মাস্ক বিক্রি: দারাজে র‌্যাবের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
বেশি দামে মাস্ক বিক্রি: দারাজে র‌্যাবের অভিযান

ঢাকা: বিশ্বজুড়ে মহামারির রূপ নেওয়া করোনা ভাইরাসের আতঙ্ক এখন বাংলাদেশেও। দেশে করোনা ভাইরাসের রোগী শনাক্তের খবরের পর থেকেই মাস্কের দাম কয়েকগুণ বেশি আদায় করছেন অসাধু ব্যবসায়ীরা।

সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে এ বাড়তি দাম আদায়ে পিছিয়ে নেই বিভিন্ন অনলাইন মার্কেটিং প্লেসও। শুরু থেকেই এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানের ধারাবাহিকতায় এবার সুপরিচিত অনলাইন মার্কেট প্লেস দারাজের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৫ মার্চ) বিকেল থেকে রাজধানীর বনানীতে দারাজের প্রধান কার্যালয়ে অভিযান শুরু করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব জানায়, দারাজ ডটকমের ওয়েবসাইটে সরকার নির্ধারিত মূল্যের কয়েকগুণ বেশি দামে মাস্ক বিক্রির প্রমাণ রয়েছে। এমন বেশকিছু অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।

র‌্যাবের অভিযানঅভিযানের নেতৃত্ব দেওয়া র‌্যাবের নির্র্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, করোনা মোকাবিলায় সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে দারাজের ওয়েবসাইটে সরকার নির্ধারিত দামে চেয়ে কয়েকগুণ দামে মাস্ক বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তাই প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালানো হচ্ছে।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।