ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভারতে গণকারফিউ: বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
ভারতে গণকারফিউ: বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ

পঞ্চগড়: প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা ভারতজুড়ে গণকারফিউ জারি করায় দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

রোববার (২২ মার্চ) সকাল থেকে বন্দরটি দিয়ে বন্ধ রয়েছে কার্যক্রম। তবে আটকে পড়া পাসপোর্ট যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়োশনের সভাপতি মেহদী হাসান খান বাবলা বাংলানিউজকে জানান, ভারতের প্রধানমন্ত্রী গণকারফিউ জারি করায় সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে সোমবার (২৩ মার্চ) থেকে পুনরায় চালু হওয়ায় কথা রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী বাংলানিউজকে জানান, বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আটকে পড়া যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।