ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেনীতেও খুলছে না বিপনী বিতান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মে ৯, ২০২০
ফেনীতেও খুলছে না বিপনী বিতান

ফেনী: ঈদ পর্যন্ত ফেনীর সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এর আওতামুক্ত থাকবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি, ওষুধসহ অন্য প্রতিষ্ঠান। 

ফেনীর ব্যবসায়ী সংগঠনের জরুরি যৌথ সভা শেষে এ কথা জানান শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী।

শনিবার (৯ মে) দুপুরে ফেনী শহর ব্যবসায়ী সমিতির দপ্তরে ফেনী শহর ব্যবসায়ী সমিতি ও ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ জেলার ১৮টি ব্যবসা সংগঠন জরুরি বৈঠক করে।

এতে সভাপতিত্ব করেন ফেনী শহর সমিতির সহ-সভাপতি আবুল কাশেম।  

উপস্থিত ছিলেন- ফেনী চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আব্দুর রইজ কাজমী, পরিচালক ফরিদ উদ্দিন পাঠানসহ বিভিন্ন সংগঠনের ব্যবসায়ী নেতারা।

পারভেজুল ইসলাম হাজারী বলেন, চলমান করোনা পরিস্থিতিতে সংক্রমণরোধ ও ফেনীর মানুষের কল্যাণে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় উপস্থিত সব ব্যবসায়ী প্রতিনিধি এ সিদ্ধান্ত নেয়।  

তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত আমরা সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দেবো।

সিদ্ধান্ত কার্যকর করা প্রসঙ্গে পারভেজুল ইসলাম হাজারী বলেন, আমরা একটি মনিটরিং টিম গঠন করছি। সিদ্ধান্তের আওতাধীন দোকানপাট যেন না খুলে তা লক্ষ্য রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মে ০৯, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।