ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনায় দেশের নির্মাণখাতে ক্ষতি ২৭৯ কোটি ডলার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মে ১১, ২০২০
করোনায় দেশের নির্মাণখাতে ক্ষতি ২৭৯ কোটি ডলার কাজ করছেন শ্রমিকরা।

ঢাকা: করোনার কারণে এপ্রিল-জুন মাসে বাংলাদেশের নির্মাণখাতে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার (২৭৯ কোটি ডলার), যা সরকারের বার্ষিক উন্নয়ন বাজেটের প্রায় ১৩ দশমিক ৫০ শতাংশ। নির্মাণখাতে কর্মসংস্থান, মজুরি, বিনিয়োগ হ্রাসের কারণে এ ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ।

গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৬ মে। এ সময়ের মধ্যে নির্মাণখাতের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

ফলে দক্ষ ও অদক্ষ মিলিয়ে কাজে যোগ দিতে পারেননি ৩ দশমিক ৪ মিলিয়ন কর্মী।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্সট্রাকশন ইন্ড্রাস্ট্রির (বিএসিআই) হিসাবে, নির্মাণ খাতের স্থবিরতার ফলে লাখ লাখ কর্মীর চাকরি ও মজুরি হারানোয় আর্থিক ক্ষতি ৮শ মিলিয়ন ডলার, সরকারের ভ্যাট, কর ও শুল্ক খাতে ক্ষতি ১১৫০ মিলিয়ন ডলার, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার এবং বিনিয়োগখাতে ক্ষতি ৩৪০ মিলিয়ন ডলার।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্সট্রাকশন ইন্ড্রাস্ট্রি বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সরকারি প্রজেক্ট বাস্তবায়নে কাজ করে থাকে এবং বেশিরভাগ প্রজেক্টেই অর্থায়ন করে থাকে সরকার।  

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মে ১১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।