ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: শিল্প প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মে ১২, ২০২০
দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: শিল্প প্রতিমন্ত্রী ত্রাণ সহায়তার জন্য কাফরুল থানায় তিনশ’ ব্যাগ খাদ্য দেওয়ার সময় শিল্প প্রতিমন্ত্রী একথা বলেন।

ঢাকা: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, ‘যতদিন করোনা পরিস্থিতি থাকবে, ততদিন সরকারের মানবিক ত্রাণ সহায়তা কর্মসূচি চলবে।’

মঙ্গলবার (১২ মে) রাজধানীর মিরপুরে অসহায় দরিদ্রদের ত্রাণ সহায়তার জন্য কাফরুল থানায় তিনশ’ ব্যাগ খাদ্য দেওয়ার সময় তিনি একথা বলেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, আসন্ন ঈদুল ফিতরে আয়-রোজগারহীন অসহায় মানুষ যাতে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সে জন্য তাদের বিশেষ উপহার সামগ্রী দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি থেকে উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। অর্থনীতির সব খাতের জন্য শেখ হাসিনা ঘোষিত প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়েছে। ’

তিনি এসময় প্রণোদনার অর্থের যেন কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

পরে শিল্প প্রতিমন্ত্রী পক্ষ থেকে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামানের কাছে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের তিনশ’ ব্যাগ হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ১২, ২০২০ 
জিসিজি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।