ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজবাড়ীতে বাজার বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মে ১৩, ২০২০
রাজবাড়ীতে বাজার বন্ধ

রাজবাড়ী: করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ও সামাজিক দূরত্ব বজায় না থাকায় রাজবাড়ীর বাজার বন্ধ হয়ে গেছে। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিদ্ধান্তে বুধবার (১৩ মে) বিকেল চারটা থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ ছাড়া সব ধরনের দোকান-পাট বন্ধ রয়েছে।

গত ১০ মে সরকারি সিদ্ধান্ত অনুসারে সামাজিক দূরত্বসহ বেশ কয়েকটি নির্দেশনা মেনে চলার শর্ত নিয়ে দোকান-পাট খোলা রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু খোলার সঙ্গে সঙ্গে ঈদের কেনাকাটা করতে হুমড়ি খেয়ে পড়েন মানুষ, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

কোনো ধরনের সামাজিক দূরত্ব না মেনে কেনাকাটা চলতে থাকায় দুপুরে জরুরি সভা করে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাজার ব্যবসায়ী সমিতি।

চেম্বারের পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, শুধুমাত্র ওষুধ ও জরুরি পণ্যের দোকান খোলা থাকবে। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সংক্রমণ ও স্বাস্থ্যবিধি আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ  সময়:  ১৯০০ ঘণ্টা, মে ১৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।