ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আম্পান: বরিশালে ১৯ হাজার মাছের খামার ক্ষতিগ্রস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মে ২১, ২০২০
আম্পান: বরিশালে ১৯ হাজার মাছের খামার ক্ষতিগ্রস্ত

বরিশাল: ঘূর্ণিঝড় আম্পানে বরিশাল বিভাগের ৬ জেলায় ১৯ হাজার মাছের খামার, ঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদফতর। 

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আজিজুল হক।

তিনি জানান, আম্পানে ক্ষয়ক্ষতির সঠিক হিসেব নিরূপণে আরও সময় লাগবে।

তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে বরিশাল বিভাগে ১৯ হাজার ২৪টি মাছের খামার, ঘের ও পুকুর আংশিক এবং পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিছু নৌকা ও জালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মে ২১, ২০২০
এমএস/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।