ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিএসইসি’র চেয়ারম্যানের সঙ্গে গ্রামীণফোন সিইওর সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, জুন ৫, ২০২০
বিএসইসি’র চেয়ারম্যানের সঙ্গে গ্রামীণফোন সিইওর সাক্ষাৎ

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় তিনি বিএসইসি’র চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষৎ করেন।

জানা গেছে, পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি’র সঙ্গে কাজ করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান।

 

এছাড়া বন্ডসহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে আশ্বস্ত করেছেন গ্রামীণফোনের সিইও।

দু’পক্ষের বৈঠক শেষে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম সাংবাদিকদের বলেন, পুঁজিবাজারের উন্নয়নে উভয়পক্ষ একসঙ্গে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষণ করেছে। পুঁজিবাজারে নতুন নতুন বন্ডসহ অন্যান্য ব্যাপারে একসঙ্গে কাজ করা হবে।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘন্টা, জুন ০৫, ২০২০
এসএমএকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।