ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্লাস্টিক পণ্যের মূসক অব্যাহতির অনুরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুন ১৪, ২০২০
প্লাস্টিক পণ্যের মূসক অব্যাহতির অনুরোধ প্লাস্টিক পণ্য

ঢাকা: কোভিড-১৯ মহামারিতে নিম্ন আয়ের দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর ব্যবহার্য প্লাস্টিক পণ্যের মূসক অব্যাহতির জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)।

রোববার (১৪ জুন) সংগঠনের সভাপতি জসিম উদ্দিন গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ অনুরোধ জানান।

জসিম উদ্দিন বলেন, ‘প্লাস্টিক পণ্য যেমন- থালা বাসন, জগ মগ, বাটি, গ্লাস, সবজি ধোয়ার ব্যবহার্য জালি, গামলা, বালতি, খাবার ঢাকার ঢাকনি, ঝুড়ি, বদনা, সাবানদানি, মশলার ট্রে, পিঁড়ি বা টুল, ময়লার ঝুড়ি, হাতপাখা থেকে মূসক অব্যাহতি দেওয়া হয়নি।

ভ্যাট দিয়ে বর্তমানে এসব পণ্য অতি দরিদ্র তৃণমূলের মানুষ কিনতে পারবেন না। কাজেই টিফিন ক্যারিয়ার ও পানির বোতলের ন্যায় এসব পণ্য থেকে মূসক অব্যাহতির জন্য অনুরোধ জানাচ্ছি। ’

জাতীয় সংসদে পেশ করা ২০২০-২০২১ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর প্রাথমিক প্রতিক্রিয়ায় করোনা ভাইরাস মহামারির প্রেক্ষাপটে দেশের অর্থনীতির চাকা সচল রাখা, মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও আগামী অর্থনৈতিক বাস্তবতা মোকাবিলার লক্ষ্যে যে বাজেট পেশ করেছেন তার জন্য অর্থমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।

বিপিজিএমইএ সভাপতি আরও বলেন, ‘অত্যন্ত ভোক্তাবান্ধব এবং অপার সম্ভাবনাময় প্লাস্টিকখাতকে কর অবকাশ সুবিধায় অন্তর্ভুক্ত করার সবিশেষ অনুরোধ জানাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুন ১৪, ২০২০
এমআইএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।