ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঘরে বসেই বিকাশে কেনা যাচ্ছে ট্রেন-বাস-লঞ্চ-প্লেনের টিকিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জুন ১৬, ২০২০
ঘরে বসেই বিকাশে কেনা যাচ্ছে ট্রেন-বাস-লঞ্চ-প্লেনের টিকিট

ঢাকা: স্বাস্থ্যবিধি মেনে সীমিত যাত্রী নিয়ে এ মাসের গোড়ার দিকে চালু হয়েছে ট্রেন, বাস, লঞ্চ ও প্লেন যাত্রার সুযোগ।একইসঙ্গে স্টেশনে ভিড় এড়াতে বাংলাদেশ রেলওয়ের সব টিকিট মিলছে কেবল অনলাইনেই। তাই এ সময়ে গ্রাহকরা কোনো ঝুঁকি না নিয়ে ঘরে বসে বিকাশেই টিকিট কিনছেন ট্রেনসহ বাস, লঞ্চ ও প্লেন যাত্রার।

বিকাশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকিট কিনতে বিকাশ অ্যাপের ‘টিকিট অপশন’ নির্বাচন করতে হয়। বাংলাদেশ রেলওয়ের টিকিট কিনতে ট্রেন টিকিট ক্লিক করেই সহজেই যাত্রার তারিখ, আসন সংখ্যা, প্রভৃতি নির্বাচন করে টিকিট কিনতে পারেন বিকাশ গ্রাহকরা।

বিভিন্ন রুটে সীমিত পরিসরে চালু হয়েছে বাসসেবা। বিকাশের টিকিট অপশন থেকে বিডিটিকিটসের মাধ্যমে ৪৫ টি বাস সেবাদানকারী প্রতিষ্ঠানের টিকিট কিনতে পারেন গ্রাহক। লঞ্চ এবং বিমানের ক্ষেত্রেও বিকাশ অ্যাপ থেকে বিডিটিকেটসের মাধ্যমে টিকিট কিনতে পারবেন গ্রাহক। দেশের ভেতরে অভ্যন্তরীণ রুটগুলোর বিমান টিকিট মিলছে নভোএয়ার, ইউএসবাংলা এবং বাংলাদেশ বিমানের। বিকাশ অ্যাপ থেকে বিডিটেকটসের মাধ্যমেই এসব টিকিট কিনতে পারছেন গ্রাহক।

জরুরি প্রয়োজনে যাদের এইসময়েও ভ্রমণ করতে হচ্ছে তাদের জন্য বিকাশের এ সেবা স্বস্তি বয়ে এনেছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।