ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভিশন ওয়ারেন্টি প্লাস কর্মসূচির প্রথম পর্বে জয়ীরা পুরস্কৃত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুন ২৪, ২০২০
ভিশন ওয়ারেন্টি প্লাস কর্মসূচির প্রথম পর্বে জয়ীরা পুরস্কৃত

ঢাকা: দেশের জনপ্রিয় ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড ভিশন’র চলমান ‘ভিশন ওয়ারেন্টি প্লাস’ অফারের প্রথম পর্বের বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।

বুধবার (২৪ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ মে ক্রেতাদের জন্য ‘ভিশন ওয়ারেন্টি প্লাস’ অফারটি চালু করা হয়।

এ অফারের আওতায় ভিশনের যে কোনো শো-রুম কিংবা ডিলার পয়েন্ট থেকে এলইডি টিভি, ফ্রিজ, এসি, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন বা এয়ার কুলার কিনে ওয়ারেন্টির সুবিধা পেতে এসএমএস-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করলে যে কেউ পেয়ে যেতে পারেন ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
 
ভিশন ইলেকট্রনিকসের মহাব্যবস্থাপক (বিপণন) মাহবুবুল ওয়াহিদ বলেন, আমরা ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর। এ কারণে আমরা তাদের বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকি। কিন্তু আমরা দেখি, অনেক ক্রেতাই পণ্য কেনার পর ওয়ারেন্টি কার্ড যথাযথভাবে পূরণ করেন না। এ কারণে পরবর্তীতে তারা বিক্রয়োত্তর সেবা থেকেও বঞ্চিত হন। ওয়ারেন্টি কার্ড যথাযথভাবে ব্যবহারে উৎসাহ দিতেই ‘ভিশন ওয়ারেন্টি প্লাস’ অফারটি চালু করা হয়েছে।

ভিশন ইলেকট্রনিকসের সিনিয়র ব্রান্ড ম্যানেজার রাকিব আহমেদ বলেন, ‘ভিশন ওয়ারেন্টি প্লাস’ কর্মসূচির প্রথম পর্বে ভিশন রেফ্রিজারেটর কিনে ১ লাখ টাকা জিতে নিয়েছেন পঞ্চগড়ের রায়হান ইসলাম। এছাড়া ২৫ হাজার টাকা করে পেয়েছেন চট্টগ্রামের ময়নুল্লাহ চৌধুরী, নারায়ণগঞ্জের তুহিন আহমেদ, মাদারীপুরের হাসিনা বেগম, নীলফামারীর শামীম ইসলাম ও মো. আদিল ও ঝিনাইদহের মাহমুদুল হক।

৩১ জুলাই পর্যন্ত ‘ভিশন ওয়ারেন্টি প্লাস’ অফারটি চলবে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুন ২৪, ২০২০
এসই/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।