ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তিন ফুট উচ্চতার ‘তোতা’র দাম ৪০ হাজার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
তিন ফুট উচ্চতার ‘তোতা’র দাম ৪০ হাজার ‍তিন ফুট উচ্চতার রাম ছাগল ‘তোতা’

সাভার (ঢাকা): দেড় বছর ধরে নিজের সন্তানের মতো ছাগল ‘তোতা’কে লালন-পালন করেছেন আশুলিয়ার কাঠগড়ার সোরহাব শিকদার। শখের বসে পালিত রাম ছাগলটি সর্বোচ্চ পরিচর্যা করেছেন তিনি।

 

সোরহাব সিদ্ধান্ত নিয়েছেন এবার কোরবানির পশুর হাটে তোতাকে বিক্রি করবেন তিনি। সেই উদ্দেশ্যে সোমবার (২৭ জুলাই) দুপুরে আশুলিয়ার কাঠগড়া পশুর হাটে তোতাকে নিয়ে বিক্রির জন্য উপস্থিত হয়েছেন তিনি।  

পশুর হাটে তোতার দাম ৪০ হাজার টাকা হাঁকাচ্ছেন সোরহাব। অনেক ক্রেতা এসে দেখছেন, ছাগলটির দাম করছেন আবার চলে যাচ্ছেন। ছাগলটি কাঠগড়া পশুর হাটের সব থেকে বড় ছাগল হওয়ায় অনেক উৎসুক মানুষ এক নজর দেখার জন্য ভিড়ও করছেন।  
দেশীয় জাতের ছাগল
তোতার মালিক সোরহাব বাংলানিউজকে বলেন, প্রায় ৩৫ কেজি ওজনের তোতার দাম চাচ্ছি ৪০ হাজার টাকা। তবে কিছু কম বেশি হলে বিক্রি করে দেবো। অনেক কষ্টের সঙ্গে যত্ন করে তোতাকে পালন করতে হয়েছে। অনেকই দাম বলছেন, তবে কম। এমন দাম হলে তোতাকে বিক্রি করবো না, বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবো।  

অন্যদিকে সাইফুল শিকদার নামে এক ব্যক্তি তার দু’টি দেশীয় জাতের ছাগল একই হাটে তুলেছেন। তার একটি ছাগলে ওজন ৩০ কেজি আরেকটির ওজন ২৫ কেজি। দু’টি ছাগলের দাম চাচ্ছেন ৬০ হাজার। দামে কিছুটা কম হলেও ছাগল দু’টি বিক্রি করে দেবেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।