ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিএনসিসি ও ক্লেমন শুরু করলো ‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
ডিএনসিসি ও ক্লেমন শুরু করলো ‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইন

ঢাকা: ঈদের দিন সময়ের সঙ্গে সঙ্গে মানুষের আনন্দ যেমন বাড়তে থাকে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে পরিচ্ছন্নতাকর্মীদের কষ্টের পরিমাণও। আর তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই প্রতিবারের ন্যায় এবারও জনপ্রিয় ক্লিয়ার ড্রিংক ক্লেমন নিয়ে এসেছে ‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইন।

ক্যাম্পেইনটির মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও জনপ্রিয় ব্যান্ড ক্লেমন পরিচ্ছন্নকর্মীদের পরিশ্রম কিছুটা দূর করতেই কোরবানির পশুর বর্জ্য যেখানে-সেখানে না ফেলে সঠিক জায়গায় ফেলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করে চলেছে।

সোমবার (২৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য সর্বাত্মক সচেতনতা তৈরিতে ডিএনসিসির সঙ্গে কাজ করছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের জনপ্রিয় ক্লিয়ার ড্রিংক ক্লেমন।

মানুষের মধ্যে জনসচেতনতা তৈরির জন্য ব্র্যান্ডটি এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। এছাড়া কোরবানির পশু থেকে উৎপন্ন বর্জ্য অপসারণ করার জন্য ডিএনসিসি এলাকায় ৪টি ভ্যানের মাধ্যমে প্রচারণা এবং আবর্জনা ফেলার জন্য শহরে বাসিন্দাদের ৫০ হাজার পলি ব্যাগ দিয়েছে ক্লেমন। এদিকে, মহামারির এ সময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। করোনার এ দুর্যোগে তাই ক্লেমন এ ক্যাম্পেইনকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে জনসাধারণকে সম্পৃক্ত থাকার আহ্বান জানাচ্ছে।

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব ব্র্যান্ড মার্কেটিং মাইদুল ইসলাম বলেন, ‘সবার সুস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে কোরবানির দিন দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণে সবাইকে সচেতন হতে হবে। কারণ কোরবানির পশুর রক্ত এবং অপ্রয়োজনীয় অংশ নর্দমাসহ যেখানে-সেখানে ফেলার কারণে বিভিন্ন ধরনের রোগ বালাই বিস্তারসহ পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটে। এ পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে কোরবানির সময় শহর থেকে গ্রামের সবখানে সবাইকে কিছু শারীরিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হওয়ার জন্য প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিএনসিসির সহযোগিতায় আমরা সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।