ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে প্রবল স্রোতে ডুবে মহসিন আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার রমনা ইউনিয়নের ব্যাপারী পাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে মহসিনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মহসিন আলী রমনা ব্যাপারী পাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে।

রমনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজাগার আলী বাংলানিউজকে জানান, মহসিন আলী সকালে তার ছেলেসহ রমনা ব্যাপারীপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যায়। মাছ ধরতে ধরতে হঠাৎ ছেলেসহ নদের প্রবল স্রোতে পড়ে যান। পরে ছেলে সাঁতরে তীরে ওঠতে পারলেও তিনি ডুবে যান। পরে ঘটনাস্থল থেকে কিছু দূর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদশে সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।