ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনার গল্লামারিতে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
খুলনার গল্লামারিতে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন খুলনার গল্লামারিতে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

ঢাকা: খুলনার গল্লামারি মোড়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গাল্লামারি উপশাখা উদ্বোধন করা হয়েছে।  

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের এক্সিকিউটিভ ডিরেক্টর স্বপন কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপশাখার উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র আলী আকবর টিপু ও খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দ্বায়িত্ব) শেখ শরাফত আলী।  

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোন প্রধান মো. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা শাখা প্রধান মো. সরোয়ার হোসেন।  

ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ মো. বিল্লাল হোসেন। অনুষ্ঠানে পেশাজীবী, ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।