ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

ঢাকা: জাতীয় শোকদিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরের জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রূপালী ব্যাংক লিমিটেড। শনিবার (১৫ আগস্ট) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (এমডি) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে তিনি পবিত্র কোরআনখানি ও মিলাদ মাহফিলে অংশ নেন।  

এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান।  এ সময় ১৫ আগস্টে নিহত সব শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়।  

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, অরুন কান্তি পাল, মহা-ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, অশোক কুমার সিংহ রায়, খাঁন ইকবাল হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএর পক্ষ থেকেও জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।