ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিদেশি নাগরিকদের কর ফাঁকি রোধে ডাটাবেজ হচ্ছে: অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
বিদেশি নাগরিকদের কর ফাঁকি রোধে ডাটাবেজ হচ্ছে: অর্থমন্ত্রী

ঢাকা: বিদেশি নাগরিকদের কর ফাঁকি রোধে ডাটাবেজ তৈরি করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ব্যক্তিগত গাড়ির বিশেষ ধরনের নম্বর প্লেট বিক্রির মাধ্যমেও রাজস্ব সংগ্রহের পরিকল্পনা রয়েছে বলে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার (১৭ আগস্ট) চলতি অর্থবছরের রাজস্ব আদায় পরিকল্পনা সংক্রান্ত ভার্চ্যুয়াল সভায় মন্ত্রী একথা জানান।

রাজস্ব যোগান নিশ্চিত করার করতে ব্যক্তিগত গাড়ির অ্যাডভান্স ইনকাম ট্যাক্স  বাড়ানো হয়েছে। ভুয়া টিআইএন ও কর ফাঁকি রোধে বিআরটিএকে ই-টিআইএন যাচাইয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

মন্ত্রী বলেন, আয়কর অনুবিভাগের ২০২০-২১ অর্থবছেরর লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা। রাজস্ব আহরণের গতি স্বাভাবিক রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আয়কর খাত থেকে রাজস্ব যোগান নিশ্চিত করার লক্ষ্যে অত্যন্ত সুন্দর ও যুগপোযোগী একটি কর্মপন্থা নিয়েছে। সম্পূর্ণ বিজনেস প্রসেস হবে অটোমেশনের মাধ্যমে।

মন্ত্রী বলেন, রাজস্ব ব্যবস্থাপনা সামগ্রিক অটোমেশনের আওতায় আনতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি উপজেলায় আয়কর অফিস স্থাপন করা হবে। একবারের বেশি কোনো ব্যক্তিকে টিন নম্বর দেওয়া হবে না।

‘বছর বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে করদাতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে এবং মুজিববর্ষের উপহার হিসেবে ব্যক্তি-শ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি কমানো হয়েছে কর হার। আয়কর বিভাগের ৬৫ শতাংশ রাজস্বই আদায় হয় উৎসে কর থেকে। উৎসে কর আদায়ে যথাযথ মনিটরিং ও উৎসে কর্তনে কর ফাঁকি রোধে টাস্কফোর্স গঠন, ই- টিডিএস (ট্যাক্স ডেডিকেটেড অ্যাট সোর্স) সিস্টেম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ’

সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ ৭ জন মেম্বার, ৩১ জন কমিশনার ও জাতীয় রাজস্ব বোর্ডের অন্য কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।