ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বৈঠকের আশ্বাসে বুড়িমারী স্থলবন্দরের বিক্ষোভ প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
বৈঠকের আশ্বাসে বুড়িমারী স্থলবন্দরের বিক্ষোভ প্রত্যাহার

লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে গাড়ি পার্কিংয়ের জন্য নতুন নির্ধারিত বাড়তি চার্জ বাতিলের দাবি মেনে নেওয়ার আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করে কার্যক্রম চালু করেছেন ব্যবসায়ীরা।

শনিবার (২২ আগস্ট) বিকেলে প্রশাসনের হস্তক্ষেপে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে দাবি মানার আশ্বাস পেয়ে বিক্ষোভ প্রত্যাহার করে নেন তারা।

 

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে বন্দরের পার্কিং চার্জ হঠাৎ দ্বিগুণেরও বেশি নির্ধারণ করার প্রতিবাদে এবং বাড়তি চার্জ বাতিলের দাবিতে স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ করে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ী, চালক ও শ্রমিকরা।

বিক্ষোভকারীরা জানান, পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে পণ্য আনলোড-আপলোড করতে পার্কিং চার্জ হিসেবে গাড়ি প্রতি টোকেনের মাধ্যমে ১৬০ টাকা করে দিতে হতো বন্দর কর্তৃপক্ষকে। কিন্তু সেই অর্থ কোথায় যায় বা কারা ভোগ করত, তা অজানা ব্যবসায়ীদের। বন্দরটি চালু রাখতে এ বন্দরে বেশ কিছু চার্জ মওকুফ থাকলেও স্থানীয়ভাবে ঠিকই আদায় করা হয়। পার্কিং চার্জটিও স্থানীয়ভাবে ঘোষিত একটি চার্জ।

সেই পার্কিং চার্জ পূর্ব ঘোষণা ছাড়াই শনিবার (২২ আগস্ট) গাড়ি প্রতি ৪০০ টাকা করে আদায় করতে শুরু করে বন্দর কর্তৃপক্ষ। সকালে বেশ কয়েকটি গাড়ির চার্জ নতুন নিয়মে আদায় করা হয়।

পরে ব্যবসায়ী, চালক ও শ্রমিকরা জোটবদ্ধ হয়ে বাড়তি পার্কিং চার্জ বাতিলের দাবিতে আমদানি-রফতানি বন্ধ করে বন্দরের গেটে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি রুহুল আমিন বাবুল ও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন নাহার ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারী সঙ্গে কথা বলেন। নতুন পার্কিং চার্জ আপাতত বন্ধ করে পরবর্তীকালে এ নিয়ে বৈঠকে সিদ্ধান্তের আশ্বাস দিলে ব্যবসায়ীরা বিক্ষোভ প্রত্যাহার করে আমদানি-রফতানি চালু করেন।  

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বাংলানিউজকে বলেন, বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ীদের ভুল বোঝাবুঝির কারণে বিক্ষোভের ঘটনা ঘটে। তাদের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে বন্দরের কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।

আরো পড়ুন: বুড়িমারী স্থলবন্দর বন্ধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।