ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সামাজিক অগ্রগতির পথে এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২০

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
সামাজিক অগ্রগতির পথে এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২০ ...

ঢাকা: প্রতিবছরের মতো এলজি বাংলাদেশের উদ্যোগে এবারও অনুষ্ঠিত হয়েছে এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২০।  

রোববার (২৩ আগস্ট) এলজি বাংলাদেশের গুলশান অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

২০১৭ সালের পথচলা থেকে শুরু করে বছরান্তর এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম আয়োজন করে আসছে এলজি বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় গত ২৭ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করে এলজি বাংলাদেশের ফলোয়ারদের কাছ থেকে সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনা জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।  

এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২০ এর অসংখ্য আবেদনের মধ্যে থেকে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যে নারায়ণগঞ্জের নজরুল ইসলামের প্রকল্প ‘নিম্নবিত্ত ১৭৪টি পরিবারের খাদ্য নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ’ এবং পঞ্চগড়ের আব্দুল্লাহ রনির ‘অসহায় ও সুবিধাবঞ্চিত ১৩৫টি পরিবারের প্রতি পরিবারকে একটি করে ছাগল লালন-পালনের উদ্দেশে বিতরণ’ প্রকল্প বাস্তবায়িত হয়। সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের মধ্য থেকে খুলনার আশিকুজ্জামানকে তৃতীয় ও দিনাজপুরের মাহবুব মণ্ডলকে চতুর্থ বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।  

খুলনা জেলার কয়রা উপজেলার ‘৩০ জন বনজীবী মুণ্ডানারীকে একটি করে নৌকা বিতরণ’ ও ‘দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ১০০ জন প্রতিবন্ধীকে ক্ষুদে হাঁসখামারিতে রূপান্তরকরণ’ প্রকল্প দু’টি বাস্তবায়নের জন্য অর্থায়ন করা হয় এলজি বাংলাদেশ থেকে।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন। এসময় উপস্থিত ছিলেন করপোরেট ব্র্যান্ডিংয়ের প্রধান হাসান মাহমুদুলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

সমাজের উন্নয়নমূলক কাজে এলজি বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করতে সর্বদা আগ্রহী। এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২১ এমন আরও প্রকল্পের অপেক্ষায় আছে। প্রোগ্রামে অংশগ্রহণের বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন এলজি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
পিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।