ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২০
‘সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’ ...

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার (২৪ আগস্ট) তোপখানা রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু বুক কর্নার’ এবং ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘ডিজিটাল ডিসপ্লে বোর্ডে’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুধুমাত্র ব্যাক্তিগত উন্নয়ন করে জাতিগত সমৃদ্ধি অর্জন সম্ভব নয় বলেও এসময় জানান তিনি। একইসঙ্গে এই বিষয়ে তিনি বঙ্গবন্ধুর স্বার্থহীন রাজনীতির উদাহরণ দেন।

আয়োজনে ইনস্টিটিউট প্রাঙ্গণের বাইরে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বঙ্গবন্ধুর উপর তথ্যচিত্র প্রচার কার্যক্রমের উদ্বোধনও করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন এবং জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালনের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

পরে ইনস্টিটিউটের ২০১৯-২০ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার এবং ইনোভেশন পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২০
এসএমএকে/এইচএমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।