ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাবনা সুগার মিলে এখনও অবিক্রিত ২৪ কোটি টাকার চিনি

মোস্তাফিজুর রহমান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
পাবনা সুগার মিলে এখনও অবিক্রিত ২৪ কোটি টাকার চিনি পাবনা সুগার মিল, ছবি: বাংলানিউজ

পাবনা: পাবনার দাশুড়িয়ায় অবস্থিত সুগার মিলে ৪ হাজার টন চিনি অবিক্রিত অবস্থায় গোদামজাত হয়ে আছে। যার মূল্য ২৪ কোটি টাকা।

 

এদিকে, মিলের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বাকি আছে ছয় মাসের। সেই সঙ্গে মিলের কাছে আখচাষিরাও পাবেন ১১ কোটি টাকা।

দীর্ঘদিন ধরে বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করলেও কোনো সুফল পাচ্ছেন না শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা।  

এদিকে পাবনা সুগার মিল সংশ্লিষ্টরা জানান, এখনও ২৪ কোটি টাকার সমমূল্যের ৪ হাজার টন চিনি অবিক্রিত অবস্থায় গোদামে পড়ে আছে। এ চিনি বিক্রি হলে শ্রমিকদের এ বকেয়ার টাকা পরিশোধ করা সম্ভব হতো। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের সমস্যার কথা জানালেও সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছেন না তারা।

বর্তমানে পাবনা সুগার মিলে নিয়মিত শ্রমিক রয়েছেন ৪০০ জন, মৌসুমী শ্রমিক রয়েছেন ২০০ জন এবং চুক্তিভিত্তিক শ্রমিক রয়েছেন ১০০ জন। শ্রমিক ও কর্মচারীরা টানা ছয় মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। শ্রমিক-কর্মচারীদের বকেয়া এসে দাঁড়িয়েছে ৮ কোটি টাকায়। বকেয়া বেতন ও ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। আর যারা এ মিলে আখ সরবরাহ করেন, সেসব চাষিদের পাওনা রয়েছে ৩ কোটি টাকা। তারা বুধবার (২৬ আগস্ট) বিক্ষোভ-সমাবেশ করে আগামী সাতদিনের মধ্যে বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান। তা না হলে বৃহত্তর আন্দোলন ও কর্মসূচিতে যাবেন বলেও ঘোষণা দেন তারা।  

এ বিষয়ে পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ্দিন আহম্মেদ বলেন, গত মৌসুমের অবিক্রিত ২৪ কোটি টাকার চিনি এখনও মজুদ আছে। এ চিনি বিক্রি হলে সমস্যার সমাধান হয়ে যেত। শ্রমিকদের পাওনা টাকা পরিশোধের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরকে জানানো হয়েছে। কিন্তু দীর্ঘদিন হলেও কোনো নির্দেশনা আসেনি আমাদের কাছে। চেষ্টা চালিয়ে যাচ্ছি দ্রুত এ সমস্যা সমাধানের। আশা করছি, খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে।

তবে গত মৌসুমেও দেনার দায় মাথায় নিয়েই আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছিল। সামনে নভেম্বর মাসে আবার নতুন বছরের আখ মাড়াই শুরু হবে।  সমস্যা সমাধানের জন্য সুগার মিল করপোরেশনসহ প্রধানমন্ত্রীর হস্তোক্ষেপ কামনা করেছেন শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।