ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২ শতাধিক ডিজাইনে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে ‘সারা’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
২ শতাধিক ডিজাইনে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে ‘সারা’ সারার আউটলেট

ঢাকা: সারা লাইফস্টাইল লিমিটেড এবার তাদের পোশাকের দুই শতাধিক ডিজাইনের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে। বিগ ফ্যাট সেলের আওতায় এ মূল্যছাড় ২১ আগস্ট থেকে শুরু হলেও থাকবে পুরো সেপ্টেম্বর মাসজুড়েই।

 

সারা লাইফস্টাইলের সব আউটলেট ছাড়াও সারার নিজস্ব অনলাইন ও সোশ্যাল মিডিয়া থেকেও কেনা যাবে এ মূল্যছাড়ের পোশাক। নতুন-পুরাতনসহ ২০০-এর অধিক ডিজাইনের ওপর এ মূল্যছাড় ক্রেতাদের আরও আকৃষ্ট করবে বলে আশা করছে সারা কর্তৃপক্ষ।  
 
সারা লাইফস্টাইল লিমিটেডের এজিএম (অপারেশনস) প্রিয়ম আমিন বলেন, সব বয়সীদের জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক আমরা এ ডিসকাউন্টের আওতায় নিয়ে এসেছি। বরাবরের মতোই আমরা ভেবেছি কাস্টমারের সুবিধার কথা। এ প্রথমবারের মতো ‘সারা’ থেকে ডিসকাউন্টের আয়োজন করা হয়েছে।  

রাজধানীর মিরপুর-৬ এ অবস্থিত সারার প্রথম আউটলেট। এর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ এর ৪০ ও ৫৪ নম্বর শপটি হলো সারার দ্বিতীয় আউটলেট। তৃতীয় আউটলেটটি বাড়ি-১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মাদপুর এ ঠিকানায়। উত্তরায় সারার পোশাক পাওয়া যাবে হাউজ নম্বর-২২, সোনারগাঁ জনপদ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা এ ঠিকানায়। এছাড়া বারিধারা জে ব্লকে আছে সারার আরেকটি আউটলেট।

আউটলেটের পাশাপাশি সারার নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ (www.facebook.com/saralifestle.bd) ও ইন্সটাগ্রাম (saralifestyle.bd) থেকে ক্রেতারা রাজধানীর ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া রাজধানীর বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।