ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাণ ফ্রুটো নিয়ে এলো ‘মাই প্যাক’ 

বিজনেস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২০
প্রাণ ফ্রুটো নিয়ে এলো ‘মাই প্যাক’ 

ঢাকা: বাজারে এলো দেশের জনপ্রিয় ম্যাংগো ফ্রুট ড্রিংক ব্র্যান্ড প্রাণ ফ্রুটোর ‘মাই প্যাক’।  বুধবার (২ সেপ্টেম্বর) থেকে প্রাণ ফ্রুটোর নতুন এই প্যাক ২০০ এমএলের পেট বোতলে দেশের সর্বত্র পাওয়া যাবে।

মাই প্যাকের দাম পড়বে মাত্র ২০ টাকা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে নতুন এ পণ্যটির উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।  

ইলিয়াছ মৃধা বলেন, তরুণ প্রজন্মসহ সব শ্রেণীর মানুষের কাছে প্রাণ ফ্রুটোকে আরও সহজলভ্য ও আকর্ষণীয় করতে আমরা ২শ এমএলের মাই প্যাক নিয়ে এসেছি। আশা করছি, এই প্যাকের মাধ্যমে প্রাণ ফ্রুটো আরও জনপ্রিয় হবে।  

তিনি আরও বলেন, গত কয়েক বছর ধরে ম্যাংগো ফ্রুট ড্রিংকের বাজারে শীর্ষস্থানীয় ব্র্র্যান্ড প্রাণ ফ্রুটো। ক্রেতাদের সঙ্গে প্রাণ ফ্রুটোর যে বন্ধন তৈরি হয়েছে সেটি এই প্যাকের মাধ্যমে আরও দৃঢ় হবে।  

প্রাণ বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান বলেন, করোনার সময়ে মানুষ স্বাস্থ্যকর পণ্য কেনার বিষয়ে অধিক গুরুত্ব দিচ্ছে। এই সময়ে প্রাণ ফ্রুটোকে পাশে রাখায় ক্রেতাদের অসংখ্য ধন্যবাদ জানান তিনি।     

প্রাণ ফ্রুটো মাই প্যাকের দুইটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন মুকিত জাকারিয়া, এফএস নাঈম ও ফারিয়া শাহরিন।  

উদ্বোধনী অনুষ্ঠানে তারা পণ্যটির বিজ্ঞাপনে কাজ করার নানান অভিজ্ঞতার কথা তুলে ধরেন।  বিজ্ঞাপন দু’টি প্রাণ ফ্রুটোর ফেসবুক ও ইউটিউব পেজে দেখা যাবে।  

এ সময় উপস্থিত ছিলেন প্রাণ বেভারেজ লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আতিকুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার আশফাকুর রহমান এবং প্রাণ ফ্রুটো মাই প্যাকের নতুন বিজ্ঞাপনের নির্মাতা বাপ্পা মাহমুদ।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।