ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জার্মানির বাণিজ্যমেলায় অংশ নিতে আবেদন সময়সীমা ১৫ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২০
জার্মানির বাণিজ্যমেলায় অংশ নিতে আবেদন সময়সীমা ১৫ সেপ্টেম্বর রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)

ঢাকা: জার্মানির ফ্রাংকফুর্টে আগামী ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মেলায় অংশগ্রহণে আগ্রহী প্রতিষ্ঠানকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন জমা দিতে বলেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ইপিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১ সালের ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি জার্মানির ফ্রাংকফুর্টে অনুষ্ঠেয় ফ্রাংকফুর্ট ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (Ambiente-2021) শীর্ষক মেলায় অংশগ্রহণের লক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো কার্যক্রম গ্রহণ করেছে। উক্ত মেলায় অংশগ্রহণে ব্যবসায়ী সমিতিভুক্ত সদস্য প্রতিষ্ঠানগুলো আগ্রহী হলে প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যুরোর নির্ধারিত ছক মোতাবেক আবেদনপত্র আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ইপিরির মেলা বিভাগে দাখিলের জন্য অনুরোধ করা হলো।

আবেদনপত্রের সঙ্গে ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, অংশগ্রহণকারী প্রতিনিধির পাসপোর্ট কপি, অন্যান্য দেশ ভ্রমণের ভিসা কপি, রপ্তানি আয়ের সমর্থনে সর্বশেষ অর্থবছরের পিআরসি অবশ্যই দাখিল করতে হবে। আবেদনপত্র ব্যুরোর ওয়েবসাইট থেকে (www.epb.gov.bd) ডাউনলোড করা যাবে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
জিসিজি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।