ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফারইস্ট ফাইন্যান্সের চেয়ারম্যান-পরিচালককে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২০
ফারইস্ট ফাইন্যান্সের চেয়ারম্যান-পরিচালককে জরিমানা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান এম এ খালেক ও পরিচালক রুবাইয়াত খালেদকে ১৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করায় তাদের এ জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিএসইসির ৭৩৮তম সভায় এ জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এম এ খালেক ৩২ লাখ ৮১ হাজার ২৬৬টি এবং রুবাইয়াত খালেদ ২৬ হাজার ৭৭৭টি শেয়ার পূর্ব ঘোষণা ছাড়া বিক্রি করেন। এ কর্মকাণ্ডের মাধ্যমে তারা কমিশনের নোটিফিকেশন নম্বর এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩ এবং সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালা ১৯৯৫ ভঙ্গ করেছেন।

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের জন্য কমিশন এম এ খালেককে ১০ লাখ টাকা এবং রুবাইয়াত খালেদকে ৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে জরিমানার টাকা পরিশোধ না করা পর্যন্ত তাদের বিও হিসাব ফ্রিজ করার সিদ্ধান্ত নেয় কমিশন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।