ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল: প্রাণিসম্পদ মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল: প্রাণিসম্পদ মন্ত্রী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমসহ অন্যরা

ময়মনসিংহ: ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।  

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) উন্নত জাতের কৈ, তেলাপিয়া ও সাদা পাঙাশ মাছের জার্মপ্লাজম মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ময়মনসিংহস্থ বিএফআরআই’র হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রেজাউল করিম বলেন, মা ইলিশ ও জাটকা সুরক্ষায় অভয়াশ্রম প্রতিষ্ঠা ও প্রজননকালে আহরণ নিষিদ্ধকাল নির্ধারণ এ ইনস্টিটিউটের গবেষণার সুপারিশের ভিত্তিতে মাঠপর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে।  

তিনি আরও বলেন, দেশবাসী এর সুফল পাচ্ছে। নদ-নদী ও সাগরে জাল ফেললেই এখন ভরে আসছে রুপালি ইলিশ।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট দেশীয় ও বিলুপ্তপ্রায় মাছ সংরক্ষণে গবেষণা চালিয়ে ২৪ প্রজাতির প্রজনন ও চাষাবাদ কৌশল উদ্ভাবন করেছে জানিয়ে মন্ত্রী বলেন, গত ১২ বছরে পুকুরে দেশীয় মাছের উৎপাদন বেড়েছে প্রায় চার গুণ। ফলে দেশীয় মাছের প্রাপ্যতা সাম্প্রতিককালে বেড়েছে এবং মাছের দাম ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে।

তিনি আরও বলেন, দেশের সাধারণ ভোক্তারা অপেক্ষাকৃত সস্তায় তেলাপিয়া, কৈ ও পাঙাশ মাছ খেয়ে থাকে। এসব মাছ বারবার হ্যাচারিতে পোনা উৎপাদনে ব্যবহারের ফলে অন্য প্রজনন সমস্যা দেখা দিয়েছে। ফলে এসব মাছের উৎপাদনশীলতা হ্রাস পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে এসব মাছের উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে ইনস্টিটিউট থেকে গবেষণা চালিয়ে নতুন জাত উদ্ভাবন করা হয়েছে। যা অধিক উৎপাদনশীল।

এর আগে বিএফআরআই কর্তৃক দেশে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত দেশীয় মাছের লাইভ জিন ব্যাংকের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।  

সংশ্লিষ্টরা জানান, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে এ লাইভ জিন ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জিন ব্যাংকের উদ্বোধনকালে মন্ত্রী বলেন, আগে শুধুমাত্র ইনস্টিটিউটের ময়মনসিংহস্থ স্বাদু পানি গবেষণা কেন্দ্র থেকে বিলুপ্তপ্রায় মাছ সংরক্ষণ ও উন্নয়নে গবেষণা চালানো হতো। এখন এটি ছাড়াও বগুড়ার সান্তাহার, নীলফামারীর সৈয়দপুর ও যশোর উপকেন্দ্রে বিলুপ্তপ্রায় মাছ সংরক্ষণে গবেষণা চালানো হচ্ছে। ফলে এক্ষেত্রে কর্মসংস্থানেরও নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ।  

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, যুগ্ম সচিব তৌফিকুল আরিফ, যুগ্ম সচিব লিয়াকত আলী, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
একে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।