ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন সীমা বৃদ্ধি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন সীমা বৃদ্ধি ...

ঢাকা: করোনাভাইরাসের কারণে ন্যাশনাল পেমেন্ট স্যুইচ বাংলাদেশ (এনপিএসবি) এর আওতাধীন ব্যাংকসমূহে তথ্যপ্রযুক্তি-নির্ভর আন্তঃব্যাংক সেবা ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের (আইবিএফটি) সীমা বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৬ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, ব্যক্তিগত হিসাব থেকে দৈনিক সর্বোচ্চ ১০টি লেনদেনের মাধ্যমে ৫ লাখ টাকা ট্রান্সফার করা যাবে। তবে প্রতিবার লেনদেন করা যাবে সর্বোচ্চ ১ লাখ টাকা।

প্রতিষ্ঠানিক হিসাবে দৈনিক ২০টি লেনদেনের মাধ্যমে সর্বোচ্চ ১০ লাখ টাকা ট্রান্সফার করা যাবে। তবে প্রতিবার সর্বোচ্চ লেনদেন করা যাবে ২ লাখ টাকা।

ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের (আইবিএফটি) সুবিধা উপভোগ করা যাবে ১০ সেপ্টেম্বর থেকে।

তথ্য-প্রযুক্তি-নির্ভর আন্তঃব্যাংক সেবা ইন্টারনেট ব্যাংকিং সেবা ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে ওঠায় এবং লেনদেন ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এনপিএসবি এর মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (আইবিএফটি) এর লেনদেনের ঊর্ধ্বসীমা পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।