ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসিআই মটরস-হিমোইনসার চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২০
এসিআই মটরস-হিমোইনসার চুক্তি সই

ঢাকা: দেশের বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে স্পেনের ডিজেল জেনারেটর প্রস্তুতকারী কোম্পানি হিমোইনসার সঙ্গে চুক্তি সই করেছে এসিআই মটরস লিমিটেড।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এসিআই মটরস ও হিমোইনসার মধ্যে এ চুক্তি সই হয়।

অনলাইন চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ড. ফা হ আনসারি, এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, হিমোইনসার সিইও অ্যান্ড প্রেসিডেন্ট ফ্রান্সিসকো গ্রেসিয়া গোমেজ, ইয়ানমার এনার্জি সিস্টেমের ডিভিশনাল ম্যানেজার (গ্লোবাল অপারেশন ডিভিশন) জিমি ওনিশি, হিমোইনসা এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেডের (এপ্যাক রিজিওন হেড) মারকো পেরিলো। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই মটরস লিমিটেড ও হিমোইনসার অন্যান্য কর্মকর্তারা।

প্রসঙ্গত, এসিআই লিমিটেডের প্রধান ব্যবসায়িক সহযোগী প্রতিষ্ঠান এসিআই মটরস লিমিটেড। এসিআই মটরস তাদের পাওয়ার জেনারেশনের ব্যবসা শুরু করে ২০১৬ সাল থেকে। কৃষি যান্ত্রিকীকরণ যন্ত্র বিপণন শিল্পে এসিআই মটরস এর ভূমিকা অনস্বীকার্য এবং এ ব্যবসায় দেশসেরা হিসেবে স্বীকৃত এসিআই মটরস। জাপানিজ প্রযুক্তির ইয়ানমার হারভেস্টার এবং ট্রান্সপ্লান্টার, ইয়ামাহা মোটরবাইক, ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল এবং বিশ্ববিখ্যাত কোবেলকো এবং কেস-এর কন্সট্রাকশন ইকুইপমেন্ট বাংলাদেশে বাজারজাত করছে এসিআই মটরস।  

বাংলাদেশের বিভিন্ন সেক্টরে চাহিদা অনুযায়ী হিমোইনসা ডিজেল জেনারেটর বাজারজাত করবে এসিআই মটরস। হিমোইনসা বিশ্বের ৪র্থ বৃহত্তম জেনারেটর প্রস্তুতকারী কোম্পানি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে আটটি উৎপাদন কারখানায় বছরে ৬০ হাজারের বেশি জেনারেটর তৈরি করে থাকে। জাপানিজ ইয়ানমার ইঞ্জিন এবং ব্রিটিশ স্ট্যামফোর্ড অল্টারনেটর দিয়ে হিমোইনসা জেনারেটর বাজারজাত করা হবে। এ জেনারেটর স্বল্প জ্বালানি খরচে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। এছাড়াও জেনারেটরটিতে রয়েছে বিশ্বমানের আধুনিক প্রযুক্তির রিমোট মনিটরিং সিস্টেম, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল প্রটেকশন ডিভাইস। এসিআই মটরস সারা দেশে হিমোইনসা জেনারেটরের বিক্রয়োত্তর সেবা ও স্পেয়ার পার্টস দিতে বদ্ধ পরিকর।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।