ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫৫ লাখ টাকার চেক পেলো ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
৫৫ লাখ টাকার চেক পেলো ইসলামী ব্যাংক

ঢাকা: পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স থেকে ৫৫ লাখ টাকার জীবনবিমার চেক গ্রহণ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ওই ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ইসলামী ব্যাংক টাওয়ারে গ্রুপ বিমার আওতায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) মোরশেদ আলম সিদ্দিকীর কাছ থেকে ৫৫ লাখ টাকার চেক গ্রহণ করেন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোশাররফ হোসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুঁইয়া ও ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম মো. নূর নবীসহ (মানিক) উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা।  

ইসলামী ব্যাংকে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী সাতজন কর্মকর্তা-কর্মচারীর পরিবারের কাছে জীবনবিমা দাবির এ টাকা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।