ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপালী ব্যাংকের এক্সিকিউটিভ ফোরামের পরিচিতি সভা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
রূপালী ব্যাংকের এক্সিকিউটিভ ফোরামের পরিচিতি সভা অনুষ্ঠিত

ঢাকা: রূপালী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ফোরামের পরিচিতি সভা-২০২০ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।  
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং রূপালী ব্যাংক লিমিটেড এক্সিকিউটিভ ফোরামের প্রধান পৃষ্ঠপোষক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের ডিএমডি ও এক্সিকিউটিভ ফোরামের পৃষ্ঠপোষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং খন্দকার আতাউর রহমান।

রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরামের সাধারণ সম্পাদক ও ডিজিএম তাজ উদ্দীন আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ফোরামের সভাপতি ও ডিজিএম সাখাওয়াত হোসেন।  

সভায় আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ফোরামের উপদেষ্টা ও জিএম অশোক কুমার সিংহ রায়, মো. শফিকুল ইসলাম, পারসুমা আলম, মো. মজিবুর রহমান, সানচিয়া বিনতে আলী, খান মো. ইকবাল হোসেন, ওয়াহিদা বেগম, শওকত আলী খান, মো. আবুল খায়ের ও ইয়াছমিন বেগমসহ রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরামের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।  

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।