ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তরুণদের কাজের প্ল্যাটফরম তৈরি করে দিতে হবে: নসরুল হামিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
তরুণদের কাজের প্ল্যাটফরম তৈরি করে দিতে হবে: নসরুল হামিদ নসরুল হামিদ

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তরুণদের কাজের প্ল্যাটফরম তৈরি করে দিতে হবে। নতুন নতুন সম্ভাবনা কাজে লাগিয়ে নিজস্ব অনন্যতা প্রকাশ করতে পারলে সফলতা আসবেই।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টের উদ্যোগে আয়োজিত ‘কোভিড -১৯ গ্লোবাল মহামারি চলাকালীন এবং পরবর্তীতে ভবিষ্যত প্রজন্মের জন্য কেরিয়ার ভিশন’ শীর্ষক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

নসরুল হামিদ বলেন, কোভিড-১৯ চাকরির বাজারে পরিবর্তন এনেছে। ব্যাপক হারে অনলাইন বিপণন বৃদ্ধি পেয়েছে। অনলাইন ভিত্তিক নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। এই উদ্যোক্তারাই নতুন প্রজম্মের জন্য কাজের জায়গা তৈরি করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গড়তে হবে। তরুণদের কাজ করার জায়গা করে দিতে হবে। তাদের নিজেকে প্রকাশ করার প্ল্যাটফরম তৈরি করে দিতে হবে। চাকরি বনাম উদ্যোক্তা, রিক্স বনাম সাফল্য, ব্যক্তিগত অর্জন বনাম সামিষ্টিক অর্জন ইত্যাদি বিষয়গুলো নতুন প্রজম্মের সঙ্গে মতবিনিময় করা আবশ্যক। একইসঙ্গে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের সঙ্গে নতুন প্রজম্মের সম্পৃক্ততা বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যকর পদক্ষেপ নেয়া উচিত।  

সহকারি অধ্যাপক দিলারা আফরোজ খান রোপার সঞ্চালনায় ভার্চুয়াল এই সেমিনারে আরও বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক এইচ এম জহিরুল হক।  

বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০ 
আরকেআর/এসই/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।