ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোনামসজিদ দিয়ে আগের চালানের শত ট্রাক পেঁয়াজ আসতে পারে বিকেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
সোনামসজিদ দিয়ে আগের চালানের শত ট্রাক পেঁয়াজ আসতে পারে বিকেলে ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ: গত সোমবার (১৪ সেপ্টেম্বর) ভারত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেওয়ার আগে বাংলাদেশি আমদানিকারকদের দেওয়া অর্ডারের পেঁয়াজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে আসতে পারে।
 
পেঁয়াজ আমদানিকারক মেসার্স খাদিজা এন্টারপ্রাইজের মালিক আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে সোনামসজিদ জিরো পয়েন্টে উভয় দেশের ব্যবসায়ীদের মতবিনিময় শেষে আগের চালানের আটকে পড়া শত ট্রাক পেঁয়াজ বাংলাদেশে ঢুকবে।

এদিকে ভারতের মাহাদীপুর সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভূপতি মণ্ডল জানান, মাহাদীপুর বন্দরে আটকে পড়া পেঁয়াজের ট্রাকগুলো সোমবার সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়ার পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবার ওই ট্রাকগুলো সীমান্তে অবস্থান করছে। বর্তমানে সোনামসজিদ বন্দরে ঢোকার অপেক্ষায় মাহাদীপুর বন্দরে দাঁড়িয়ে রয়েছে পেঁয়াজ ভর্তি একশ’ ট্রাক।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।