ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিএসইর সাবেক এমডি ওয়ালিউলের মৃত্যুতে ডিএসই পরিচালকের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
সিএসইর সাবেক এমডি ওয়ালিউলের মৃত্যুতে ডিএসই পরিচালকের শোক য়ালিউল মারুফ মতিন

ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও মাসলিম ক্যাপিটালের সিইও এবং পুঁজিবাজার বিশেষজ্ঞ ওয়ালিউল মারুফ মতিনের মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান পরিচালক মো. রকিবুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

রকিবুর রহমান বলেন, ওয়ালিউল মারুফ মতিন একজন পুঁজিবাজার বান্ধব ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘদিন পুঁজিবাজারের সাথে জড়িত থেকে দেশ বিদেশে তার কর্মের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং মাসলিন ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়ালিউল মারুফ মতিন রোববার (২০ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ল্যাবএইড হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।